হঠাৎ ভোটের দিন পাল্টালো ত্রিপুরায়, বিজেপির প্রার্থী বাছাইয়ে টানাপোড়েন

নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে ত্রিপুরা জুড়ে প্রবল আলোড়ন। কারণ, এ রাজ্যে ভোটের দিন (Tripura Election 2023) হঠাত কোনও কারণ ছাড়াই পাল্টে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি ভোটের দিন ছিল। তার পরিবর্তে ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এদিকে রাজ্যের শাসক দল বিজেপি প্রার্থী বাছাই করতে গিয়ে চরম বিপাকে পড়েছে। বিরোধী বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন দাখিল […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন হঠাৎ ভোটের দিন পাল্টালো ত্রিপুরায়, বিজেপির প্রার্থী বাছাইয়ে টানাপোড়েন

নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে ত্রিপুরা জুড়ে প্রবল আলোড়ন। কারণ, এ রাজ্যে ভোটের দিন (Tripura Election 2023) হঠাত কোনও কারণ ছাড়াই পাল্টে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি ভোটের দিন ছিল। তার পরিবর্তে ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।

এদিকে রাজ্যের শাসক দল বিজেপি প্রার্থী বাছাই করতে গিয়ে চরম বিপাকে পড়েছে। বিরোধী বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। সূত্রের খবর শুক্রবার যা হোক করে প্রার্থী ঘোষণা করতে মরিয়া বিজেপি।

জানা যাচ্ছে প্রার্থী নিয়ে তীব্র টানাপোড়েন চলছে বিজেপির অভ্যন্তরে। এ রাজ্যে গত বিধানসভা ভোটে উপজাতি দল আইপিএফটির সাথে জোট করে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই জোট আর নেই। নতুন জোট শরিক খুঁজতে তিপ্রা মথার সাথে আলোচনা ব্যর্থ হয়েছে। এর পর রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে একা লড়ার মনস্থির করে বিজেপি।

এদিকে বিরোধী সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট তাদের ৪৬টি কেন্দ্রের প্রার্থী দিয়েছে। বাকি ১৩টি আসন সমঝোতার খাতিরে ছাড়া হয়েছে কংগ্রেসকে। একটি আসনে বাম-কংগ্রেস যৌথভাবে নির্দল প্রার্থীকে সমর্থন করছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন হঠাৎ ভোটের দিন পাল্টালো ত্রিপুরায়, বিজেপির প্রার্থী বাছাইয়ে টানাপোড়েন